Friday, March 13, 2009

বসুন্ধরা’র আগুনের ২য় ভিডিও



বসুন্ধরা’র আগুনের ২য় ভিডিও

প্রথমবার আগুন কিছুটা কমে ১০ মিনিট নিভু নিভু থাকার পর আবারো দাউ দাউ করে জলে ওঠে। ততক্ষনে সব কাচ ভেঙ্গে গেছে। এমনকি লোহার স্ট্রাকচার টাও গলা শুরু করেছে। পুরো ফ্লোর থেকে কাগজ উড়ে বেড়াচ্ছে। অকল্পনীয় ব্যাপার।

মাথার উপর হেলিকপ্টার চক্কর দিচ্ছে।


বসুনধরা'র আগুনের প্রথম ভিডিও



কলাবাগানের বাসা থেকে সরাসরি তোলা। তখনও মাত্র আগুন শুরু হয়েছে। সব কাচ ভেঙ্গে পড়েনি। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে চারিদিকে। সময় : বেলা আনুমানিক ২টা ৪০